
অরুণ কুমার সরকার চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধিঃ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে বাগেরহাটের চিতলমারী উপজেলার ২দিন ব্যাপী জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উদযাপন উপলক্ষে উপজেলা পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টায় উপজেলা অডিটোরিয়াম ভবনে দিবসটি উদযাপন উপলক্ষে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মফিজুর রহমান।
এ অনুষ্ঠানে উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশাত্মবোধক গান,রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত, উচ্চাঙ্গ সংগীত,লোকসংগীত, জারীগান, নৃত্য (উচ্চাঙ্গ) এবং লোক নৃত্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মফিজুর রহমান এর সভাপতিত্বে এ সভায় বিচারকে দায়িত্ব পালন উপলক্ষে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার ভৌমিক, উপজেলা সহকারী পল্লী উন্নয়ন অফিসার মোঃ হুমায়ূন কবির, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও প্রধান শিক্ষক জিএম আব্দুস ছালাম,চিতলমারী শিল্পকলা একাডেমি সংগীত প্রশিক্ষক মোঃ আয়ুব আলী শেখপ্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক,শিক্ষিকা, ছাত্র- ছাত্রী এবং অভিভাবকবৃন্দ।