
ডেস্ক রিপোর্ট: সাপ্তাহিক ক্রাইম পেট্রোল বিডি’র প্রতিষ্ঠাতা এবং সিপিবিডি মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, বীর মুক্তিযোদ্ধা এম আলতাবুর রহমান চৌধুরীর আজ ৮৩তম জন্মদিন। দীর্ঘ সাংবাদিকতা জীবন, মহান মুক্তিযুদ্ধে সক্রিয় ভূমিকা এবং গণমাধ্যমে অবদানের কারণে তিনি দেশজুড়ে একজন সম্মানিত ও শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব হিসেবে পরিচিত।
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী এম আলতাবুর রহমান চৌধুরী স্বাধীনতা পরবর্তী সময়ে দেশ গঠন ও গণতন্ত্র বিকাশে গণমাধ্যমকে কার্যকর হাতিয়ার হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে সাহসী অবস্থান এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা সর্বমহলে প্রশংসিত।
সাংবাদিকতা জগতে তাঁর অন্যতম উল্লেখযোগ্য অবদান হলো সাপ্তাহিক ক্রাইম পেট্রোল বিডি প্রতিষ্ঠা। অপরাধ, সামাজিক অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে জনমত গঠনে পত্রিকাটি দীর্ঘদিন ধরে দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে। পাশাপাশি সিপিবিডি মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে তিনি আধুনিক, নৈতিক ও জনস্বার্থভিত্তিক সাংবাদিকতা চর্চায় প্রতিষ্ঠানটিকে সুদৃঢ় অবস্থানে নিয়ে গেছেন।
জন্মদিন উপলক্ষে ক্রাইম পেট্রোল বিডি পরিবার, সিপিবিডি মিডিয়া লিমিটেডের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, মুক্তিযোদ্ধা ও শুভানুধ্যায়ীরা তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তাঁরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও অব্যাহত কর্মময় জীবনের কামনা করেন।
সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা, এম আলতাবুর রহমান চৌধুরীর নেতৃত্ব, অভিজ্ঞতা ও আদর্শ আগামী প্রজন্মের সাংবাদিকদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।