
অরুণ কুমার সরকার চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধিঃবাগেরহাটের চিতলমারী উপজেলা ইউনিয়ন উদ্যোক্তা ও আর্থিক সেবাদানকারীর সাথে ত্রৈ-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার( ২৩ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাজ্জাদ হোসেন এর সভাপতিত্বে এ সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোঃ হাফিজুর রহমান।
তিনি বলেন সরকার মা ও শিশু কর্মসূচি আওতায় গর্ভবতী মায়েদের ভাতা নিশ্চিতকরণ, উপকারভোগী মায়েদের হিসাব নম্বর নিজেদের নামে নিশ্চিতকরণ এবং উপকারভোগী মায়েদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ওনাদের অনলাইন রেজিষ্ট্রেশন সম্পন্ন করতে হবে ।
এ সময় উপস্থিত ছিলেন সকল ইউনিয়ন উদ্যোক্তা ও আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ।
অনুষ্ঠান সঞ্চালনায় করেন মা ও শিশু সহায়তা কর্মসূচি উপজেলা সমন্বয়কারী মিঠুন কুমার স্বর। উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বাস্তবায়নে সহযোগী এনজিও ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম ছিলেন।