
স্টাফ রিপোর্টার,মোঃ রেজাউল হক কুড়িগ্রামঃ রাজারহাটে আবুল খায়ের ট্যোবাকো কোম্পানির মেরিস অফিসের নৈশ্য প্রহরি তপন কুমার সরকারকে হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে বিক্ষোভ ও থানার সামনে প্রতিবাদ সমাবেশ করেছেন এলাকাবাসী।
সোমবার রাজারহাট প্রেসক্লাবের সামন থেকে থানা অভিমুখে বিক্ষোভ মিছিলটি শুরু হয় । পরে থানার সামনে গিয়ে তা সমাবেশে রুপ নেয়। রাজারহাটের সর্বস্তরের জনগণের ব্যানারে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন,গণ সংগঠক খন্দকার আরিফ,সাংবাদিক প্রহলাদ মন্ডল সৈকত, ভুক্তভোগীর পুত্র মানিক সরকার, সাংবাদিক রতন রায় অর্ঘ্য,হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহবায়ক সুশীল সরকার সহ অনেকে।
বক্তারা আসামীদের দ্রুত গ্রেফতারের জন্য ৪৮ ঘন্টার সময়সীমা বেধে দেন। অন্যথায় পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি দেয়া হবে বলে জানান।
উল্লেখ্য,গত ১৩ ডিসেম্বর রাতে অফিসে কর্তব্যরত অবস্থায় রাজারহাটে আবুল খায়ের ট্যোবাকো কোম্পানির মেরিস অফিসের নৈশ্য প্রহরী তপন কুমার সরকারকে হত্যা করে দূবৃত্তরা ৩৪ লক্ষাধিক টাকা লুট করে নিয়ে যায় ।